ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মির্জা গালিব বলেন, ‘গত আগস্টের পর থেকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশ ২.০ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং গ্রহণযোগ্য জাতীয় নেতায় পরিণত হয়েছেন। আজকে উনার হার্টের অপারেশান হবার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা ডা. শফিকুর রহমান ভাইকে সুস্থতা দান করুক এবং আরও অনেকদিন এই জাতিকে খেদমত করার তাওফিক দান করুক। আমীন।’