বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার ফজরের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে পাঁচ দিনের জোড় ইজতেমা। তাবলিগ জামাতের শুরায়ি নেজামপন্থী মাওলানা জোবায়ের অনুসারীদের আয়োজনে এই জোড় ইজতেমা আগামী ২ ডিসেম্বর মোনাজাতের মাধ্যমে শেষ হবে। প্রতি বছর মূল ইজতেমার প্রায় ৪০ দিন আগে এই জোড় অনুষ্ঠিত হয়, যেখানে চিল্লার সাথীরা সারা বছরের কাজের পর্যালোচনা ও বয়োজ্যেষ্ঠদের দিকনির্দেশনা গ্রহণ করেন। দেশ ও বিদেশ থেকে শুরায়ি নেজামের মুরুব্বিরা এতে অংশ নিতে আসেন। নিরাপত্তা নিশ্চিত করতে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, ময়দানের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।