বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কিছু ব্যক্তি ও দল না বুঝে কিংবা বুঝেও শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছেন, কারণ তিনি দেশে নির্বাচন চান না। নারায়ণগঞ্জে একটি আলোচনা সভায় তিনি বলেন, আন্দোলনের লক্ষ্য গণতন্ত্র প্রতিষ্ঠা, যা একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই সম্ভব। তিনি অভিযোগ করেন, যারা পিআরসহ নানা প্রস্তাব তুলে ধরছেন, তারা প্রকৃতপক্ষে নির্বাচন ভণ্ডুল করতে চাইছেন। নির্বাচন না হলে দেশ আবার স্বৈরতন্ত্রে ফিরে যাবে এবং অর্থনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন দুদু।