ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৫০০ কেজি শিং মাছ জব্দ করেছে বিজিবি- ৬০ ব্যাটালিয়নের খারেরা বিওপি ক্যাম্পের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান। পরে জব্দকৃত ওইসব মাছ কাস্টমসের মাধ্যমে নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে।