নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে চলন্ত ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ একটি অটোরিকশা ও দুটি মোটরসাইকেলকে নদীতে ফেলে দেয়। শনিবার রাত প্রায় ১০টার দিকে বক্তাবলী ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন নিখোঁজ রয়েছেন। তবে ট্রাকচালক ও তার সহকারী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
দুর্ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিস, ফতুল্লা মডেল থানা পুলিশ ও নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তীব্র শীত ও অন্ধকারের কারণে তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিটি মাঝ নদীতে পৌঁছালে ট্রাকটি হঠাৎ ইঞ্জিন চালু করে নিয়ন্ত্রণ হারায় এবং সামনে থাকা যানগুলোকে ধাক্কা দেয়। নিখোঁজদের মধ্যে এক দম্পতি ও প্রবাস ফেরত এক যুবক রয়েছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে রওনা হয়েছে এবং সকালে পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান শুরু হবে। প্রশাসন সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।