Web Analytics

ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানচ্যুতি মেনে নেওয়ার শর্তে দেওয়া বিপুল অঙ্কের আর্থিক প্রস্তাব মিশর সরাসরি প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতি। এমবিসি মিশরের টেলিভিশন অনুষ্ঠান ‘আল-হেকায়া’-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এমন প্রস্তাব গ্রহণ করা মানে হবে “জঙ্গলের আইন” মেনে নেওয়া। তিনি জানান, মিশরের কাছে তিনটি পৃথক প্রস্তাব আসে, যার প্রতিটিতেই বড় ধরনের অর্থনৈতিক সুবিধার প্রলোভন ছিল, যার মধ্যে ঋণ বাতিল ও আর্থিক প্রণোদনার কথাও ছিল।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিশর সব প্রস্তাবই দৃঢ়ভাবে নাকচ করেছে এবং কায়রোর অবস্থান স্পষ্ট ও অপরিবর্তনীয়। তিনি জানান, ইসরাইলি আলোচকরাও মিশরের এই অবস্থান ভালোভাবেই বুঝে নিয়েছেন। আবদেল আতি বলেন, ইসরাইলের সঙ্গে ৪৫ বছরের বেশি সময় ধরে কূটনৈতিক সম্পর্ক থাকায় উভয় দেশই একে অপরের অবস্থান ও সীমাবদ্ধতা সম্পর্কে অবগত।

তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক আইনের আওতায় দখলদার শক্তি হিসেবে সীমান্ত ক্রসিং খুলে দিয়ে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নিশ্চিত করা ইসরাইলের দায়িত্ব হলেও তা বাস্তবে মানা হচ্ছে না। সাক্ষাৎকারের শেষে তিনি জোর দিয়ে বলেন, মিশর আন্তর্জাতিক আইনের প্রতি অটল থাকবে।

Card image

Related Rumors

logo
No data found yet!