Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনি জনসভা রোববার সকালে শুরু হয়েছে। সকাল ১০টায় সভা শুরু হয় এবং সকাল সাড়ে ১১টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিত হওয়ার কথা। ভোর থেকেই চট্টগ্রামসহ আশপাশের জেলা থেকে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ দলে দলে মাঠে আসেন, ফলে পোলোগ্রাউন্ড কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

বিএনপির সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও কৃষক দলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকা থেকে পদযাত্রা করে সভাস্থলে পৌঁছান। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনসহ ১৬টি আসনের বিএনপি প্রার্থীরা উপস্থিত ছিলেন। বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন এবং নগর বিএনপির নেতারা সার্বিক নির্দেশনা দেন।

মাঠের ভেতরে ও বাইরে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। বিভিন্ন সড়কে যান চলাচল সীমিত করা হয় এবং সিআরবি এলাকায় সম্পূর্ণ বন্ধ রাখা হয়। প্রবেশপথে তল্লাশি চালানো হয় এবং নিরাপত্তা জোনে কড়াকড়ি আরোপ করা হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!