ড. তুহিন মালিকের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি শেখ মুজিবুর রহমান বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা ‘বাকশাল’ প্রতিষ্ঠা করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মাত্র ১১ মিনিটের মধ্যে সংবিধানের চতুর্থ সংশোধনী পাস করে সংসদীয় সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয় এবং শেখ মুজিবুর রহমান আজীবন রাষ্ট্রপতি হিসেবে নিজেকে ঘোষণা করেন। এতে দেশের নির্বাহী, আইন ও বিচার বিভাগের পূর্ণ ক্ষমতা তার হাতে কেন্দ্রীভূত হয়।
প্রতিবেদনটি জানায়, ওই পরিবর্তনের মাধ্যমে আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দল বিলুপ্ত করে ‘বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল)’ নামে একটি মাত্র দল গঠন করা হয়, যার চেয়ারম্যান হন শেখ মুজিবুর রহমান। এতে বাকস্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা সীমিত করা হয় এবং কেবল চারটি সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত পত্রিকাকে সাময়িকভাবে প্রকাশের অনুমতি দেওয়া হয়।
প্রতিবেদনটি ২৫ জানুয়ারিকে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ দিবস ও বাকশাল দিবস হিসেবে উল্লেখ করে, যেদিন শেখ মুজিবুর রহমানের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা সম্পূর্ণভাবে কেন্দ্রীভূত হয়।