ইরানি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদন অনুযায়ী, ‘হান্দালা’ নামের একটি হ্যাকার গ্রুপ ইসরাইলের ১৭ জন জ্যেষ্ঠ সামরিক বিজ্ঞানীর পরিচয় ও ব্যক্তিগত তথ্য প্রকাশ করেছে। গ্রুপটি এক বিবৃতিতে জানিয়েছে, এটি একটি “নজিরবিহীন ফাঁস” এবং ওই বিজ্ঞানীরাই ইহুদিবাদী শাসনের “যুদ্ধযন্ত্রের মূল স্থপতি”। তাদের মতে, এই নারী ও পুরুষ বিজ্ঞানীরা কেবল সাধারণ কর্মচারী নন, বরং এমন অস্ত্রের নকশাকার, যেগুলো নিরীহ মানুষের মৃত্যু ও কষ্টের কারণ হয়ে উঠেছে। হান্দালা জানায়, এই প্রকাশনার উদ্দেশ্য ইসরাইলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে জবাবদিহিতা ও প্রতিরোধের বার্তা পৌঁছে দেওয়া। এখন পর্যন্ত ইসরাইলি কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং তথ্যগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ঘটনাটি ইরান–ইসরাইলের চলমান সাইবার দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।