শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, সরকার এই প্রথম এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংগুলোর চাহিদা অনুযায়ী বিনামূল্যে লবণ সরবরাহ নিশ্চিত করেছে। সরকারের এ বিশেষ উদ্যোগের ফলে গতবছর যেখানে এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংগুলোতে ২ লাখের কিছু বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছিল, সেখানে এ বছর ৯৩৩০টি প্রতিষ্ঠান প্রাথমিক হিসাবে ১৩ লাখের বেশি চামড়া সংরক্ষণ করেছে। এছাড়া দেশব্যাপী নিজস্ব অর্থায়নে লবণ সংগ্রহ করে চামড়া সংরক্ষণ হয়েছে বলেও জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। মন্ত্রণালয় আরো বলেছে, কিছু মৌসুমি ব্যবসায়ী কর্তৃক চামড়ায় লবণ না দিয়ে আড়তদাতদের কাছে বেশি দামে বিক্রি করার জন্য দীর্ঘ সময় ধরে দরকষাকষি ও আড়তদারগণ কর্তৃক চামড়া ক্রয় অনিহা প্রকাশ করায় মূল্যবান চামড়া নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে।