আইনজীবী শিশির মনির শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন শহিদ আবরার ফাহাদের ছোট ভাই ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ। ফেসবুক পেইজে তিনি লিখেছেন, ‘খুব বেশি হলে ১০ থেকে ১২ দিনের মধ্যেই হয়তো উচ্চ আদালতের রায় আসবে। এখন আর কে দোষী আর কে নির্দোষ, সেই বিতর্ক করে দয়া করে আসামিদের বিচার প্রভাবিত করার সুযোগ করে দিয়েন না। আলোচিত এই মামলাটি বিবাদী পক্ষের হয়ে অ্যাডভোকেট শিশির মনির পরিচালনা করেছেন খবর এলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে মামলা লড়বেন না বলে জানিয়েছেন শিশির মনির।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।