নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার সকালে সামছুদ্দিন ও আলা উদ্দিন গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, যা কয়েক ঘণ্টা স্থায়ী ছিল। নিহতদের মধ্যে রয়েছেন সামছুদ্দিন, তার ছেলে মোবারক হোসেন এবং প্রতিপক্ষ আলা উদ্দিন।
স্থানীয় সূত্র জানায়, জাগলার চরে কয়েক শত ভূমিহীন পরিবার বসবাস করছে। চরের অর্ধেক জমি খাস এবং অর্ধেক ব্যক্তি মালিকানাধীন। দীর্ঘদিন ধরে সামছুদ্দিন ওই জমি দখল করে প্রতি একর ২২ থেকে ২৫ হাজার টাকায় বিক্রি করছিলেন। সম্প্রতি বিক্রির টাকা ভাগ না দেওয়াকে কেন্দ্র করে মুশফিক ও ফরিদ কমান্ডারের অনুসারীরা আলা উদ্দিনের নেতৃত্বে চর দখলে গেলে সংঘর্ষ শুরু হয়।
পুলিশ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসন বলছে, উপকূলীয় অঞ্চলে ভূমি দখল ও অবৈধ বসতি স্থাপন নিয়ে দীর্ঘদিনের বিরোধই এই সহিংসতার মূল কারণ।