শুক্রবার সকালে নেত্রকোণার দুর্গাপুরের পশ্চিম খুঁজিউড়া গ্রামে এক অসহায় বৃদ্ধাকে তারেক রহমানের দেয়া নতুন আধাপাকা ঘর হস্তান্তর করা হয়েছে। শুক্কুরি বেগমকে নতুন তৈরি করা ঘরটি বুঝিয়ে দেয়া হয়। এর আগে, অসহায় ভিক্ষুক শুক্কুরি বেগমের ঘর-বাড়ি না থাকার সংবাদ শুনেন তারেক রহমান। এরপর তার নির্দেশে ব্যারিস্টার কায়সার কামাল ঘর নির্মাণের উদ্যোগ নেন। নির্মাণ কাজ শেষে ঘরটি বুঝিয়ে দেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।