Web Analytics

মার্কিন অভিবাসী ভিসা বাতিলের ঘোষণার পর বাংলাদেশ সরকার একটি কর্মকৌশল নির্ধারণ করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা উপদেষ্টা মিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য একটি পরিকল্পনা তৈরি করবেন।

তিনি জানান, ইমিগ্রেন্ট ভিসা বাতিলের ঘোষণা সদ্য এসেছে এবং এখন এ নিয়ে আলোচনা শুরু হবে। উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে ৭৫টি দেশ প্রভাবিত হয়েছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। যেসব দেশ থেকে বেশি মানুষ অভিবাসন নেয়, রাজনৈতিক আশ্রয় চায় বা বিদেশে সামাজিক সেবার ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তাদের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্র সরকারের নিজস্ব সিদ্ধান্ত বলে তিনি উল্লেখ করেন।

রিজওয়ানা হাসান আরও বলেন, সরকার গতকালই সিদ্ধান্তটি জেনেছে এবং এখন কী করণীয় তা নির্ধারণে আলোচনা করবে।

Card image

Related Rumors

logo
No data found yet!