Web Analytics

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২,৫৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। চারদিনের যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন (ইসি) রোববার জানায়, ১,৮৪২ জনের মনোনয়ন বৈধ এবং ৭২৬ জনের মনোনয়নপত্র বিভিন্ন ত্রুটির কারণে বাতিল হয়েছে। বাতিল প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা রয়েছেন। প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন এবং শুনানি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

ইসি জানায়, হলফনামায় ভুল তথ্য, তথ্য গোপন, ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব, এবং স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনকারী ভোটারের স্বাক্ষরে গরমিলসহ নানা অসংগতির কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে। ঢাকায় ৬৩টি মনোনয়ন বাতিল হলেও বিএনপির সব প্রার্থী বৈধ ঘোষণা পেয়েছেন। বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের কয়েকজন প্রার্থী সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। শনিবারের মধ্যে অধিকাংশ আসনের যাচাই-বাছাই সম্পন্ন হয়।

আপিল প্রক্রিয়ার ফলাফলের ওপর নির্ভর করবে ফেব্রুয়ারির নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা।

Card image

Related Rumors

logo
No data found yet!