প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে বলে মন্তব্য করেছেন এনসিপি মুখ্য সংগঠক সারজিস আলম। এক পোস্টে সারজিস আলম এ আকাঙ্ক্ষার কথা জানান দেন। উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এর পর অনেক চড়াই উতরাই এর মধ্য দিয়ে কেটে গেছে ৮ মাস।