২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশে ভর্তির প্রথম ধাপ শেষ হয়েছে, এ ধাপে ১০,৭৩,৩৩৬ জন শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছেন। ফল বুধবার রাত ৮টায় অফিসিয়াল ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত হবে। প্রায় ১,৩০,৪৭১ জন শিক্ষার্থী প্রথম ধাপে আবেদন করেননি। শিক্ষার্থীরা মনোনীত কলেজ বা মাদরাসায় ভর্তি নিশ্চিত করতে পারবেন বা পরবর্তী ধাপে নতুনভাবে আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তি নিশ্চিত করলেও অন্যান্য প্রতিষ্ঠানে মাইগ্রেশন করার সুযোগ থাকবে।