বৃহস্পতিবার রাত ১১টার দিকে খুলনার রূপসায় যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তরা খুব কাছ থেকে ইমরান হোসেন মানিকের মাথা লক্ষ্য করে ৫/৬টি গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মানিক। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। নিহত মানিক বাগমারা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। তবে হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।