গণফোরামের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটি বৈঠক শেষে বিএনপি নেতা আমির খসরু বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা এক সঙ্গে আন্দোলন করেছি। এটা অব্যাহত রাখছি। এই ধারা আগামী নির্বাচন পর্যন্ত থাকবে। নির্বাচন পরবর্তী সরকার গঠনসহ আগামী দিনে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব। আমাদের ৩১ দফা সংস্কার প্রস্তাব সবাই মিলে বাস্তবায়ন করব। তিনি বলেন, নির্বাচনের সিডিউল নির্বাচনের এতো আগে দেওয়া হয় না। কাছাকাছি সময়ে দেওয়া হবে। অপেক্ষা করব আমরা। ওখানে থাকা গণফোরামের নেতা মিজানুর রহমান বলেন, লন্ডনের বৈঠকে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটেছে। তিনি অবিলম্বে সংস্কারে ঐকমত্যগুলো সংসদে পাশের জন্য প্রস্তাব হিসেবে রাখার কথা বলেন।