আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বর্তমান প্রযুক্তির দুনিয়ায় যুগান্তকারী আবিষ্কার। এআই ব্যবহারের একটি বড় বাধা হচ্ছে ইন্টারনেট। ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলে ব্যবহার করা যায় না এআই চ্যাটবট। যদিও এখন অনেক ফোনেই এআই যুক্ত করেই দিচ্ছে ফোন সংস্থা। এবার গুগল একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে, যার নাম— এআই এজ গ্যালারি। স্মার্টফোনে এআই ব্যবহারের অভিজ্ঞতা এই অ্যাপ আমূল বদলে দেবে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। কেননা এই শক্তিশালী অ্যাপ মডেলকে ব্যবহার করা যাবে অফলাইনেও। প্রাইভেসি ও দ্রুতগতির পারফরম্যান্সের ক্ষেত্রেও এই অ্যাপ অনেক এগিয়ে।