মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের রদবদলে চেয়ারম্যান অব জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন। প্রতিরক্ষামন্ত্রী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঙ্কচেট্টি ও বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্লিফের অপসারণও ঘোষণা করেছেন। ট্রাম্প অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জন ডান কেইনকে ব্রাউনের স্থলাভিষিক্ত করেছেন, যা নজিরবিহীন, কারণ তিনি চার তারকা জেনারেল নন। ট্রাম্প আরও বরখাস্তের ইঙ্গিত দিয়ে সামরিক নেতৃত্বে তার পরিকল্পিত সংস্কার অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।