Web Analytics

বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে তারা তিন দফা দাবি বাস্তবায়নের আন্দোলনে নেমেছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি। এর আগে ঢাকায় অবস্থান ও কলম সমর্পণ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে শতাধিক শিক্ষক আহত হন। পরবর্তীতে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হলেও কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় তারা পূর্বনির্ধারিত ৩০ নভেম্বরের পরিবর্তে ২৭ নভেম্বর থেকেই কর্মবিরতি শুরু করেন। সংগঠনটি জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী ১১তম গ্রেডসহ তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি চলবে।

Card image

Related Rumors

logo
No data found yet!