গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান বলেন, ‘মাহফুজের আলমের ওপর বোতল নিক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। কিন্তু তার অডিও ফাঁস হওয়া বক্তব্য নিশ্চয়ই শুনেছেন, সে কোন মানসিকতার লোক। জবি শিক্ষকদের ওপর হামলা হয়েছে, অসংখ্য নারী শিক্ষার্থী পুলিশের হামলার শিকার হয়েছেন। মাহফুজ আলমদের নির্দেশেই এসব হামলা ও রক্ত ঝরানোর ঘটনা ঘটেছে।’ আরও বলেন, ‘আপনাদের কাছে এই বোতল নিক্ষেপের প্রতিবাদই মুখ্য হয়ে দাঁড়াল। কিন্তু রক্তের কোনো মূল্য নেই, শিক্ষকের ওপর হামলার কোনো প্রতিবাদ নেই। হ্যাডম থাকলে দুটো ঘটনার প্রতিবাদ করুন। রাশেদ বলেন, শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলা নাকি তার ওপর বোতল নিক্ষেপের কারণে ন্যায্য হয়ে গেছে! এখান থেকে প্রমাণিত যে এই উপদেষ্টাদের নির্দেশেই হামলা হয়েছে।’ রাশেদ অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের জাতীয় ঐক্য ভাঙার মাস্টারমাইন্ড এই উপদেষ্টা। উল্লেখ্য, মাহফুজ আলম অভিও রেকর্ডের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।