Web Analytics

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের হত্যাযজ্ঞ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ সভাপতি ও আরও পাঁচজনের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে। সোমবার (৮ ডিসেম্বর) ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা যায়। রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ এই নেতাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু করার পথে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, একই দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ১৭ জন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে কড়া নিরাপত্তায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আরও অনেকে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ মামলার অগ্রগতি নিয়ে শুনানি করছে।

বিশ্লেষকদের মতে, এই মামলার অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক জবাবদিহি ও বিচারব্যবস্থার ভবিষ্যৎ দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!