বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ঘোষণা করেছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যমকে ২০২৫ সালের ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি জানিয়েছে, তারা একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের জন্য সব কার্যক্রম উন্মুক্ত থাকবে। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ও বিদেশি গণমাধ্যমকে স্থানীয় পর্যবেক্ষকদের সঙ্গে সমন্বয় করে পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে।
আবেদনকারীদের ‘আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা–২০২৫’-এর ধারা ২.৩ থেকে ৩.১ অনুসারে আবেদন করতে হবে। এ বিষয়ে তথ্য জানতে ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সঙ্গে যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়েছে। এই উদ্যোগকে নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আন্তর্জাতিক আস্থা বৃদ্ধির অংশ হিসেবে দেখা হচ্ছে।