একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
ঢাকার কেরানীগঞ্জে সৎ ছেলে রাকিবুল হত্যায় জড়িত অভিযোগে আজহারুল সরদারকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, স্ত্রী তফুরা খাতুন তালাক দেওয়ায় আক্রোশবশত ছেলেকে শ্বাসরোধে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আজহারুল। র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ১৪ আগস্ট সকাল ৯টায় ছেলে রাকিবুল প্রতিদিনের মতো কাজে বের হয়ে আর বাসায় ফেরেননি। ১৫ আগস্ট সকাল পর্যন্ত রাকিবুলের খোঁজ না পেয়ে মা তফুরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। তফুরা ছেলের খোঁজ জানতে চাইলে আজহারুল সঠিক তথ্য দেননি। একপর্যায়ে আজহারুল জানান, রাকিবুল তার সঙ্গে সাতক্ষীরায় আছে এবং তিনি তফুরার কাছ থেকে বিকাশে কিছু টাকা নেন। ১৬ আগস্ট সকালে তফুরা মোবাইল ফোনে জানতে পারেন, রাকিবুলের লাশ আজহারুলের ভাড়া বাড়িতে রয়েছে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় তফুরা ১৭ আগস্ট দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ করেন। কামরুজ্জামান জানান, ১৪ আগস্ট রাতেই ভাড়াবাড়িতে রাকিবুলকে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ গুমের চেষ্টা করে আজহারুল।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।