Web Analytics

ইসরায়েলের কট্টর-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির ফিলিস্তিনি বন্দিদের জন্য ‘কুমিরবেষ্টিত আটককেন্দ্র’ স্থাপনের প্রস্তাব দিয়েছেন, যাতে কেউ পালাতে না পারে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১৩ জানিয়েছে, প্রস্তাবিত স্থানটি উত্তর ইসরায়েলের হামাত গাদের এলাকায়, অধিকৃত সিরিয়ার গোলান মালভূমি ও জর্ডান সীমান্তের কাছে, যেখানে ইতিমধ্যেই একটি কুমির খামার ও চিড়িয়াখানা রয়েছে।

বেন-গভির গত সপ্তাহে কারা পরিষেবার কমিশনার কোবি ইয়াকোবির সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন। ইসরায়েলি পার্লামেন্টে শিগগিরই তার আরেকটি বিলের ওপর ভোট হবে, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা বা অংশগ্রহণের অভিযোগে অভিযুক্ত ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ডের প্রস্তাব রয়েছে।

ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলো এই প্রস্তাবকে অমানবিক ও উসকানিমূলক বলে নিন্দা জানিয়েছে। বর্তমানে ইসরায়েলে ৯৩০০-রও বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুও আছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৭০,৯০০-রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!