জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমুদ্র তৈরি করেছে নেতাকর্মীরা। দলের শীর্ষ নেতারা সকাল থেকে মঞ্চে উপস্থিত হচ্ছেন। সাংগঠনিক সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন, দুপুর ২টা থেকে জাতীয় নেতারা বক্তব্য দেবেন। সকাল ৯টা ৪০ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। সমাবেশ ঘিরে প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে অংশ নিচ্ছেন জামায়াত কর্মীরা। দাঁড়িপাল্লা সম্বলিত পোশাকে তারা উদ্যান ও আশপাশের এলাকায় অবস্থান করছেন।