Web Analytics

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, বড়লোকের ছেলেমেয়েরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে না। উপাচার্য বলেন, প্রিলিমিনারি টু মাস্টার্স আমরা দেখব। আমাদের ছেলেমেয়েরা কিভাবে আউটসোর্সিং, কুকিং, কারিগরি ও অন্যান্য কোর্সে যুক্ত হতে পারে, সেই পরিকল্পনা করছি। আমরা সাংস্কৃতিক বিপ্লবের কথা ভাবছি— বিতর্ক, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মকাণ্ডে অংশগ্রহণে অর্থায়ন করব। ড. আমানুল্লাহর মতে, গভর্নিং বডিগুলো অনেক কলেজে রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এভাবে চলতে থাকলে গভর্নিং বডি রাখার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উঠবে। তিনি শিক্ষকদের বেতন নিয়ে হতাশা প্রকাশ করেন। ঢাকা ভার্সিটির মান অবনতির কথা উল্লেখ করে দায়ী করেন গুড গভর্নেন্স না থাকা ও রাজনৈতিক আগ্ৰাসনকে। এছাড়া ক্লাসে শিক্ষার্থী বাড়ানোর জন্য নতুন উপায় লাগবে বলেও জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!