অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশে গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত প্রতিটি সহিংস ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। বিবিসির ফাঁস হওয়া অডিও বিশ্লেষণে শেখ হাসিনার গুলির নির্দেশনার তথ্য প্রকাশের পর অ্যামনেস্টি এ আহ্বান জানায়। তারা জাতিসংঘের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানায়, ওই সময় প্রায় ১,৪০০ জন নিহত ও হাজার হাজার মানুষ আহত হন। সংস্থাটি স্বাধীন তদন্ত ও নিরপেক্ষ বিচার নিশ্চিতের পাশাপাশি মৃত্যুদণ্ড না দেওয়ার বিষয়েও গুরুত্ব দেয়।