দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ভারতকে ১৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে যুব এশিয়া কাপের শিরোপা জিতেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৭ রানের বিশাল সংগ্রহ গড়ে পাকিস্তান। ওপেনার সামির মিনহাস খেলেন ১১৩ বলে ১৭২ রানের দুর্দান্ত ইনিংস, যেখানে ছিল ১৭টি চার ও ৯টি ছক্কা। আহমেদ হোসেন যোগ করেন ৫৬ রান, আর উসমান খান করেন ৩৫ রান।
জবাবে ভারতের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে মাত্র ২৬.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয়। দীপেশ দেবেন্দ্রন সর্বোচ্চ ৩৬ রান করেন। পাকিস্তানের আলি রাজা নেন ৪ উইকেট, আর মোহাম্মদ সায়েম, আব্দুল সুবহান ও হুজাইফা আহসান প্রত্যেকে নেন ২টি করে উইকেট।
এই জয়ে পাকিস্তান দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো। ২০১২ সালে তারা ভারতের সঙ্গে যৌথভাবে শিরোপা ভাগাভাগি করেছিল। ম্যাচসেরা ও সিরিজসেরা নির্বাচিত হন সামির মিনহাস, যিনি পাকিস্তানের জয়ের মূল কারিগর।