Web Analytics

তুর্কমেনিস্তানের স্থায়ী নিরপেক্ষতার ৩০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত বৈঠক অপ্রত্যাশিত মোড় নেয়। প্রায় ৪০ মিনিট অপেক্ষার পর শাহবাজ শরিফ পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের চলমান রুদ্ধদ্বার বৈঠকে প্রবেশ করেন বলে আরটি ইন্ডিয়ার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে ঘটনাটিকে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন হিসেবে সমালোচনা করেন। পরে আরটি ইন্ডিয়া ভিডিওটি মুছে ফেলে জানায়, ঘটনাটি ভুলভাবে উপস্থাপিত হতে পারে। রাশিয়া, তুরস্ক, ইরান ও পাকিস্তানের শীর্ষ নেতাদের উপস্থিতিতে আয়োজিত এই ফোরামে ঘটনাটি ঘটে।

ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট না হলেও বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক কূটনীতিতে এমন আচরণ প্রোটোকল সংবেদনশীলতার গুরুত্বকে সামনে আনে এবং ভবিষ্যৎ বৈঠকে রাষ্ট্রীয় ইমেজ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরে।

Card image

Related Rumors

logo
No data found yet!