কৃষি ও কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতে ঋণ বিতরণে ব্যাংকগুলোর অংশগ্রহণ বাড়াতে প্রভিশন সংরক্ষণের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব খাতের আওতাধীন অশ্রেণীকৃত (স্ট্যান্ডার্ড ও এসএমএ) ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে এখন মাত্র ০.৫০ শতাংশ হারে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হবে। এর আগে এই হার ছিল ১ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, স্বল্পমেয়াদি কৃষিঋণ ও ক্ষুদ্র শিল্পে ঋণ বিতরণ বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এই পদক্ষেপ ব্যাংকগুলোর তারল্যচাপ কমাবে এবং গ্রামীণ অর্থনীতিতে ঋণপ্রবাহ বাড়াবে। তবে তারা সতর্ক করেছেন, প্রভিশন হার কমলে ঋণ পুনরুদ্ধার দুর্বল হলে ঝুঁকি বাড়তে পারে।
নতুন নীতিটি ২০২৬ সাল পর্যন্ত কার্যকর থাকবে এবং বাংলাদেশ ব্যাংক এর বাস্তবায়ন ও ঋণমান পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে।