সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের সময় সোহেল উদ্দীন (৫৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। তার থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ চোরাকারবারিকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৫ লাখ টাকা বলে জানিয়েছেন আশরাফুল হক।