জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে। শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। তাহের বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের জনগণ ইসলামী দলগুলোকে ক্ষমতায় দেখতে চেয়েছে, কিন্তু নানা কারণে সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি।
তিনি উল্লেখ করেন, গত বছর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর আধিপত্যবাদবিরোধী নেতা ওসমান হাদীকে সন্ত্রাসীরা হত্যা করেছে। তাহের বলেন, হাদীর হত্যাকারীদের বিচার ও দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে জনগণ এবার ইসলামী দলগুলোকে ভোট দিতে চায়। এজন্য দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন পৌরসভার নির্বাচনী পরিচালক ও উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর নায়েবে আমীর কাজী ইয়াছিন, জয়নাল আবেদীন পাটোয়ারী, মোশাররফ হোসেন ওপেল ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আল মামুন রাসেল।