অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চললেও ইসরাইলি সেনাদের হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার যুদ্ধবিরতির ৮৪তম দিনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ সেনাবাহিনীকে নতুন করে হামলা জোরদারের নির্দেশ দেন। সামরিক বাহিনী জানায়, গাজার সঙ্গে মিশরের রাফাহ সীমান্তপথ খুলে দেওয়ার কোনো নির্দেশনা তারা পায়নি। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় এক ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন। যুদ্ধবিরতির মধ্যে মোট ৪১৬ জন নিহত ও ১,১৫৩ জন আহত হয়েছেন। দুই বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনে গাজায় ৭১ হাজার ২৭১ জন নিহত ও এক লাখ ৭১ হাজার ২৩৩ জন আহত হয়েছেন।
ফিলিস্তিনি আবহাওয়া বিভাগ জানিয়েছে, গাজায় শীতল ও অস্থিতিশীল আবহাওয়া বিরাজ করছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ঠান্ডায় এক শিশুর মৃত্যু হয়েছে। ডিসেম্বর থেকে ঠান্ডায় ১৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গাজার এক শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরেও ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে সম্পদ ধ্বংস করছে এবং এক সপ্তাহে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।