ফিলিপাইনের দাভাও অক্সিডেন্টাল উপকূলে শনিবার রাতে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলক্স)। স্থানীয় সময় রাত ১০টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল সারাঙ্গানি পৌরসভার বালুট দ্বীপ থেকে প্রায় ৩১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, শক্তিশালী ভূমিকম্প হলেও ফিলিপাইন দ্বীপপুঞ্জে কোনো সুনামির হুমকি নেই।
দক্ষিণ ফিলিপাইনের সারাঙ্গানির মালুঙ্গন ও কিয়াম্বা, দক্ষিণ কোটাবাটোর টুপি ও করোনাডাল শহর এবং সুলতান কুদারাতের পালিমবাং এলাকায় কম্পন অনুভূত হয়। ক্ষতিগ্রস্ত অঞ্চলে সম্ভাব্য আফটারশক ও ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ।
ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত, যেখানে টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির কার্যকলাপ ঘটে।