ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং অর্ধেকে নেমে আসে, ফলে মাত্র সাত দিনে ১১ হাজার কনটেইনার জমে গেছে। জুনের শুরুতে ২৮ হাজার কনটেইনার থাকলেও বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়ায় ৩৯ হাজারের বেশি। ঈদের আগেই কাস্টমসের কর্মবিরতি ও পরিবহন ধর্মঘটের কারণে বন্দরে জাহাজজট দেখা দেয়। বন্দরের কর্মকর্তারা পর্যাপ্ত জায়গা থাকার কথা বললেও ব্যবসায়ীরা শঙ্কা করছেন, দ্রুত খালাস না হলে সেবার মান ব্যাহত হবে। ঈদের দিন বাদে বন্দর ছিল ২৪ ঘণ্টা সচল।