ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৪২ জনে দাঁড়িয়েছে এবং এখনো ৪০২ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি)। ঘূর্ণিঝড় সেনিয়ারের প্রভাবে সৃষ্ট এই দুর্যোগে সুমাত্রা দ্বীপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং অনেক এলাকায় এখনো ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। আকাশপথ ও সমুদ্রপথে ত্রাণ পাঠানো হলেও প্রতিকূল আবহাওয়া ও ভারী সরঞ্জামের অভাবে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। জাকার্তা থেকে দুটি যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে সিবোলগা ও উত্তর সুমাত্রার মধ্য তাপানুলি এলাকায় ত্রাণ পৌঁছানোর জন্য। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশ, যেমন থাইল্যান্ড ও মালয়েশিয়াতেও মৌসুমি বৃষ্টিপাতে অন্তত ৬০০ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় সড়ক ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।