ইউক্রেনের নৌবাহিনী কৃষ্ণসাগরে রাশিয়ার কথিত ‘ছায়া নৌবহরের’ দুটি জ্বালানি ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। বিবিসি যাচাই করা ভিডিওতে দেখা যায়, দ্রুতগতির ড্রোন ট্যাংকারে আঘাত হানলে বড় বিস্ফোরণ ও আগুনের সৃষ্টি হয়। ২৮ নভেম্বর তুরস্ক উপকূলে গাম্বিয়ার পতাকাবাহী ‘এমটি কায়রোস’ ও ‘বিরাট’ ট্যাংকারে হামলা হয়, পরদিন ‘বিরাট’-এ আরও একটি হামলা চালানো হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তুরস্কের কোস্ট গার্ড ‘এমটি কায়রোস’ থেকে ২৫ নাবিককে উদ্ধার করেছে, তাদের মধ্যে চারজন বাংলাদেশি এবং সবাই নিরাপদ। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ তৈরি ‘সি বেবি’ নৌ-ড্রোন ব্যবহার করা হয় বলে জানা গেছে। রাশিয়ার তেলনির্ভর যুদ্ধ অর্থায়ন দুর্বল করতে কিয়েভের এ অভিযান সাম্প্রতিক কৌশলের অংশ। লন্ডন স্টক এক্সচেঞ্জের তথ্যে উভয় ট্যাংকারই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।