লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় অন্তত ১ লাখ ১৬ হাজার গ্রাহক। নিয়ম করে দৈনিক ৮ থেকে ১০ বার লোডশেডিংয়ের ফলে দিনে-রাতে অন্তত ১৫ ঘণ্টা বিদ্যুৎ না থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা। বাকি সময় নামমাত্র বিদ্যুৎ সরবরাহ দেওয়া হলেও লো-ভোল্টেজের কারণে সিলিং ফ্যান-এসি-মোটর ও ফ্রিজের কম্প্রেশারসহ বিভিন্ন ধরনের ইলেকট্রিক পণ্য পুড়ে ছাই হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এ প্রসঙ্গে পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম নিতীশ শাহা জানালেন, ইচ্ছে করে লোডশেডিং করছেন না বরং লো-ভোল্টেজ সরবরাহের কারণে মাত্রাতিরিক্ত লোডশেডিং হচ্ছে।