রাশিয়ার সম্ভাব্য হামলার আশঙ্কায় পোল্যান্ড ২৩২ কিলোমিটার দীর্ঘ রাশিয়া-সীমান্তে গুরুত্বপূর্ণ স্থানে যুদ্ধবিমান মোতায়েন করেছে। ইউক্রেনের আকাশসীমা ছাড়িয়ে রুশ বিমান ও ড্রোনের গতিবিধির পর নেটো মিত্রদের সঙ্গে পোল্যান্ড যৌথ বিমান টহল শুরু করেছে। সরকার সব প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের পরিকল্পনাও করেছে। এর আগেও রাশিয়ার বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘন ও নৌ গতিবিধি নিয়ে অভিযোগ তুলেছিল পোল্যান্ড। ২০২২ সালের পর দেশটি ইউক্রেনকে সক্রিয়ভাবে সমর্থন করে আসছে এবং বেলারুশে রুশ পরমাণু মোতায়েনের সমালোচনা করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।