Web Analytics

শুক্রবারের ৫.৭ মাত্রার ভূমিকম্পকে ভবিষ্যতের বড় ভূমিকম্পের সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী ঢাকার সব ভবনের তাৎক্ষণিক পরিদর্শনের আহ্বান জানিয়েছেন। নরসিংদীর মাধবদী কেন্দ্র করে হওয়া এই ভূমিকম্পে ঢাকাসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, দেয়ালে ফাটল ও ভবন হেলে পড়ার খবর আসে এবং অন্তত ছয়জনের মৃত্যু হয়। অধ্যাপক আনসারী সতর্ক করে বলেন, বড় ভূমিকম্প হলে ঢাকার ৩৫ শতাংশ ভবন ধসে পড়তে পারে এবং ২–৩ লাখ মানুষ হতাহত হতে পারে। তিনি রাজউকের মাধ্যমে ভবনগুলো পরীক্ষা করে বিল্ডিং কোড অনুযায়ী সার্টিফিকেট দেওয়ার প্রস্তাব দেন। যুক্তরাষ্ট্র, ভারত ও জাপানের মতো রঙভিত্তিক শ্রেণিবিন্যাস পদ্ধতি চালুর পরামর্শ দিয়ে তিনি বলেন, এখনই ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ও মেরামত না করলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। রানা প্লাজা ধসের উদাহরণ টেনে তিনি আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।