নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচনে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান থাকায় প্রার্থীরা নির্বিঘ্নে প্রচার চালাতে পারছেন। সোমবার ঢাকায় নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আচরণবিধি ভঙ্গের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি অভিযোগ জানাতে হবে, কারণ ইসিতে অভিযোগ করলে সময় বেশি লাগবে।
তিনি আরও জানান, সম্প্রতি ইসির সঙ্গে বিদেশি কূটনীতিকদের বৈঠকে ৪১ জন রাষ্ট্রদূত ও মিশনপ্রধান অংশ নেন। সেখানে ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ব্রিফিং দেওয়া হয়। কূটনীতিকরা মূলত নিরাপত্তা ব্যবস্থা ও কমান্ড কাঠামো সম্পর্কে জানতে চান। ইসি জানায়, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব ও আনসার সদস্যদের মোতায়েন করা হবে এবং ভোটকেন্দ্রে ২৫ থেকে ৩০ হাজার বডি ওয়ার্ন ক্যামেরা থাকবে।
আখতার আহমেদ বলেন, ভোট গণনা সাধারণত তিন থেকে চার ঘণ্টার মধ্যে শেষ হবে, তবে প্রবাসীদের ব্যালট স্ক্যান ও গণনার কারণে কিছু কেন্দ্রে সময় বেশি লাগতে পারে।