বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রা ঠেকাতে পারবে না। কারণ, বিএনপির শক্তি হলো জনগণ আর জনগণের শক্তিতেই বিএনপি চলে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। স্বাধীনতা যুদ্ধ ও ৭ নভেম্বরের পরাজিত শক্তি আজও নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। এক সভায় তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হলে জনগণের রায় নিশ্চিত। সেখানে পিআর পদ্ধতির কোনো প্রয়োজন নেই। যারা ভেবেছিল নির্বাচনের বাইরে থাকলেই ক্ষমতা টিকে যাবে, আজ তারাই পিআরের নানা ব্যাখ্যা দিতে ব্যস্ত।’