বিএনপিই বাংলাদেশের রাজনীতিতে প্রকৃত সংস্কারের পথপ্রদর্শক বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, "খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নারী নেতৃত্বের বিকাশে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। নারী শিক্ষার বিস্তার এবং নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ প্রকল্প বিএনপি সরকারের সাফল্য। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে সশস্ত্র যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। বিএনপি মুক্তিযুদ্ধের মূল্যবোধের ভিত্তিতে একটি স্বাধীন-সার্বভৌম ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সর্বদা কাজ করেছে। তারেক রহমান জুলাই অভ্যুত্থানের অনেক পূর্বেই ৩১ দফা সংস্কার প্রস্তাব পেশ করেছেন। তাই রাজনীতির নতুন বন্দোবস্ত এবং রাষ্ট্র সংস্কারে বিএনপির প্রতি জনগণের আস্থা আবারও প্রতিফলিত হবে।" বিএনপি ফ্যাসিবাদের উত্থান ও যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াবে এবং জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সংগ্রাম অব্যাহত রাখবে বলেও জানান তিনি।