বৃহস্পতিবার ঝিনাইদহের পুড়াপাড়া বাজারে টয়লেটের স্লাব ভাঙা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। জানা গেছে, দুদিন আগে ইঞ্জিনচালিত নসিমনের ধাক্কায় ভাটপাড়া গ্রামের আনিচুর রহমানের টয়লেটের স্লাব ভেঙে যায়। ওই ঘটনায় নসিমনচালক রাজুকে মারধর করা হয়। পরে রাজুকে উদ্ধার করতে এলাকাবাসী এগিয়ে গেলে তাদেরও মারধর করেন আনিচুর ও তার সহযোগীরা। পরে বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় পুড়াপাড়া বাজারে সালিশ ডাকা হয়। সালিশে বসার আগেই সেখানে অতর্কিত হামলা চালান প্রতিপক্ষের লোকজন। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।