বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে ১ জানুয়ারি থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে তাকে পূর্বে দলের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্তে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লে ব্রাহ্মণপাড়া উপজেলার তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা দেয়। সরকার জহিরুল জানান, তিনি ১৯৮৯ সালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘ ৩৬ বছর ধরে জিয়া পরিবারের সঙ্গে রাজনীতি করে আসছেন। তিনি আজীবন এই পরিবারের সঙ্গে রাজনীতি চালিয়ে যেতে চান।
এই সিদ্ধান্ত স্থানীয় বিএনপি কাঠামোতে পুনর্মিলনের ইঙ্গিত দিচ্ছে এবং তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।