ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, একটি ‘মুক্ত ভেনেজুয়েলা’ উত্তর ও দক্ষিণ আমেরিকার প্রধান জ্বালানিকেন্দ্রে পরিণত হবে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিশ্বের বৃহত্তম তেলের মজুতসমৃদ্ধ দেশ হিসেবে ভেনেজুয়েলা এই লক্ষ্য অর্জন করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
মাচাদো সোমবার ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তার লক্ষ্য ভেনেজুয়েলাকে আমেরিকার প্রধান জ্বালানিকেন্দ্রে রূপান্তর করা। তিনি দেশের জ্বালানি খাতের সম্ভাবনা ও আঞ্চলিক ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
তবে প্রতিবেদনে এই রূপান্তরের জন্য কোনো নির্দিষ্ট পরিকল্পনা বা সময়সীমা উল্লেখ করা হয়নি।