Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সারা বাংলাদেশ আজ কাঁদছে। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় তিনি হাদির শাহাদাতের মর্যাদা ও আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, হাদি যে ইনসাফভিত্তিক ও আদিপত্যবিরোধী সমাজের স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের সব মসজিদে তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও জিকির অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় লাখো মানুষের উপস্থিতি হাদির জনপ্রিয়তা ও প্রভাবের প্রতিফলন বলে পর্যবেক্ষকরা মনে করছেন। তার মৃত্যু সামাজিক ন্যায়বিচার ও সংস্কার আন্দোলনকে আরও ত্বরান্বিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে জাতীয়ভাবে শোক পালনের উদ্যোগ তার প্রতীকী গুরুত্বকে আরও জোরদার করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!